বাংলাদেশের নৌবাহিনীর ঐতিহাসিক অর্জন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক স্কুলের Long Hydrography Course এখন আন্তর্জাতিক বোর্ড অন স্ট্যান্ডার্ডস অব কম্পিটেন্স (IBSC)-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ‘Category A Programme’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনের ফলে বাংলাদেশ এখন পৃথিবীর মাত্র ১৯টি দেশের সাথে একই তালিকায় অন্তর্ভুক্ত হলো, যারা হাইড্রোগ্রাফি ক্ষেত্রে ‘IBSC Category A’ স্বীকৃতি অর্জন করেছে।

এই অর্জন বিশ্বে বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশের, বাংলাদেশ নৌবাহিনী এবং হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্টের জন্য এক অনন্য গৌরবের বিষয়, যা বিশ্বমানের প্রশিক্ষণ, গবেষণা, নিরাপদ নৌপরিবহন ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার নতুন দুয়ার উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *