ভোরের দূত ডেস্ক: চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর রাজনৈতিক মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সতর্ক করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সূর্যকুমারকে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সূর্যকুমার যাদব ভারত-পাকিস্তান মহারণের পর পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন।
আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়ে সূর্য নিজের বক্তব্য পেশ করেন এবং দাবি করেন যে তিনি কোনো অপরাধ করেননি।
যদিও আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে রায়ে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডি-মেরিট পয়েন্ট হতে পারে বলে জানা গেছে।
ভারতীয় অধিনায়কের পাশাপাশি পাকিস্তানের দুই ক্রিকেটার—পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজাদা ফারহানও ম্যাচ রেফারির মুখোমুখি হতে যাচ্ছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
সুপার ফোরের ম্যাচে উচ্ছ্বাস প্রকাশের ধরনের বিরোধিতা করে বিসিসিআই অভিযোগ জানায়।
ব্যক্তিগত অর্ধশতরানের পর ফারহানের ‘একে ৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করা হয়েছে।
পাকিস্তানের দুই ক্রিকেটার অভিযোগ অস্বীকার করলে আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের সামনে তাঁদের শুনানি হবে।
আইসিসির পক্ষ থেকে শীঘ্রই এই সমস্ত অভিযোগের চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে।