ভোরের দুত ডেস্ক:
ব্যাংক থেকে ঋণের নামে জালিয়াতির মাধ্যমে ১০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
তাদের মধ্যে অন্য দুইজন হলেন—এস আলম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। ১৬ সেপ্টেম্বর দুদকের তাহাসিন মোনাবিল হক এ রেড নোটিশ জারির জন্য আবেদন করেছিলেন।
এর আগে আদালত দুদকের আবেদনের ভিত্তিতে সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া ১৩ মে সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
অধিকন্তু, গত ২৪ জুন সাইফুল আলম ও তার স্ত্রীর নামে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশনা দিয়েছেন জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
এই মামলার পরিপ্রেক্ষিতে রেড নোটিশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তাদের অবস্থান শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।