আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ দেওয়ার সময় ‘ত্রিমুখী ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এস্কেলেটর, টেলিপ্রম্পটার ও সাউন্ড সিস্টেম সংক্রান্ত এই ঘটনার তদন্ত চেয়ে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি পাঠিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২৫ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছেন, ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণের আগে তিনটি সমস্যা তৈরি হয়—এস্কেলেটর বন্ধ হয়ে যাওয়া, টেলিপ্রম্পটারের ব্যর্থতা এবং সাউন্ড সিস্টেমের অচলতা।
তিনি জানান, সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে তিনি ও মেলানিয়া ট্রাম্প একটি এস্কেলেটরে উঠার সময় সেটি হঠাৎ থেমে যায়। এতে তারা বাধ্য হয়ে হেঁটে উপরে উঠতে হয়। ট্রাম্প বলেন, “আমরা কেউ পড়ে যাইনি, শুধু হাতল শক্ত করে ধরে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এটি পরিকল্পিত ঘটনা।”
টেলিপ্রম্পটার ও সাউন্ড সিস্টেম নিয়েও অভিযোগ করেছেন ট্রাম্প। তার ভাষণ চলাকালীন পুরো সাউন্ড সিস্টেম অচল হয়ে যাওয়ায় শ্রোতারা অনুবাদকদের হেডফোন ছাড়া কিছু শুনতে পারেননি।
জাতিসংঘ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে মুখপাত্ররা জানিয়েছেন, এস্কেলেটরের জরুরি স্টপ বাটন সম্ভবত ভুলবশত চাপা হয়েছিল এবং টেলিপ্রম্পটারটি ট্রাম্প দলের নিজস্ব ডিভাইস ছিল।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, এই ঘটনা অগ্রহণযোগ্য এবং একটি ভঙ্গুর প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি, যা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।