কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটচাঁদপুরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর পাঠাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমীর আব্দুল কাইয়ুম ও পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর, সাবেক জনপ্রতিনিধি ও হাজারো নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মতিয়ার রহমান বলেন, “জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি ফিরবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় এ দাবি জনগণের দাবিও।” তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,
২. সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,
৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সমাবেশ শেষে প্রফেসর মতিয়ার রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।