টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, এলাকায় নিন্দার ঝড়

সারাদেশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে (২৭) তার স্বামীর বাড়িতে যাওয়ার সময় গাছে বেঁধে মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় সংঘটিত হয়। পরে পরিবারের লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী বাজাইল গ্রামের আব্দুর রশিদ (২৪)-এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর রশিদ তার আত্মীয়দের বাড়িতে স্ত্রীকে নিয়ে রাত কাটানোর অভিযোগ করেন তরুণী। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে তরুণী দাবি করেন। কিন্তু স্বামীর বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তার পরিবার সম্পর্ক অস্বীকার করে।

ভুক্তভোগী জানান, “আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবি এবং আরও কিছু প্রমাণ আছে। তারা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।”

অভিযুক্ত আব্দুর রশিদ দাবি করেছেন, “ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক ছিল। পরে বেড়াতে গিয়ে সে ও তার লোকজন আমাকে আটকিয়ে মোবাইল ও টাকা কেড়ে নেয়। এক পর্যায়ে উকিল ডেকে এনে জোর করে কাগজে সই নেয়। আজ সে আমার বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল। এ কারণে তাকে বেঁধে রাখা হয়েছে।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। নেটিজেনরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞা জানান, এ পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *