সন্দ্বীপে ‘দ্যা রেড জুলাই’ এর কমিটি গঠন

রাজনীতি

আহ্বায়ক: নজরুল নাঈম | সদস্য সচিব: শরীফ হোসেন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ, লালন এবং 
প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় 
স্বেচ্ছাসেবী সংগঠন “দ্যা রেড জুলাই” এর কমিটি গঠন করা হয়েছে।

২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী ৬ মাসের জন্য ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক নজরুল নাঈম এবং সদস্য সচিব শরীফ হোসেন।

(১৩ সেপ্টেম্বর) শনিবার, ‘দ্যা রেড জুলাই’ চট্টগ্রাম জেলার সভাপতি আল নাহিয়ান এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

যুগ্ম আহ্বায়ক- রেজাউল সাইমুন, মুজাহিদুল ইসলাম, নিয়াজ মাহমুদ, রফিকুল ইসলাম ঠাকুর, তানজিম হায়দার নিলয়।

যুগ্ম সদস্য সচিব- মো. জামিল হোসেন, কামরুল হাসান, আবুল কালাম আজাদ, মো. মাহমুদুল হাসান নিফাজ।

মুখপাত্র- আরাফাত হোসাইন।

মুখ্য সংগঠক- আরিফুল ইসলাম ঠাকুর, তহিদুল ইসলাম সাগর।

সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক- ওমর ফারুক ভূঁইয়া।

সংগঠক- সেফায়েত উল্লাহ জিসান, আসিফুল ইসলাম, নুরুল ফাহাদ অভি, আবিদুর রহমান, কাউসার মনির।

সদস্য- নজরুল ইসলাম, তৌহিদ হৃদয়, সাইফুল ইসলাম।

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিস্তারের লক্ষ্যে ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিষ্ঠা লাভ করে “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।” স্লোগানধারী স্বেচ্ছাসেবী ‘দ্যা রেড জুলাই’ নামক এ সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *