রাকসু নির্বাচন: লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নাম্বার নির্ধারণ

ক্যাম্পাস

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের ব্যালট নাম্বার লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদের প্রার্থীদের উপস্থিতিতে এ লটারির আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরুর পথ উন্মুক্ত হলো।
এর আগে ব্যালট নাম্বার বরাদ্দের প্রক্রিয়া নিয়ে কয়েকটি প্যানেল আপত্তি জানায়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন শনিবার রাতে এক জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয়, প্রতিটি পদের জন্য লটারির মাধ্যমে নাম্বার নির্ধারণ করা হবে। এ অনুযায়ী কমিশন বিদ্যমান নীতিমালায় সংশোধন আনে।
লটারি কার্যক্রমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়েই লটারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, এ প্রক্রিয়াকে সবাই ইতিবাচকভাবে গ্রহণ করবে।”
কর্মসূচিতে প্রত্যেকটি পদের জন্য আলাদা লটারি অনুষ্ঠিত হয়। নাম্বার পেয়ে অনেক প্রার্থী উচ্ছ্বাস প্রকাশ করেন। এর মধ্যে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের এজিএস পদপ্রার্থী আকিল বিন তালেব বলেন, “আমি খুব খুশি, কারণ আমার পছন্দের ব্যালট নাম্বার ‘১০’ পেয়েছি। এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *