ভোরের দূত ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপের বেশিরভাগ দেশের আকাশসীমা এড়িয়ে গেছেন। তার এই পরিবর্তিত রুটের কারণে যাত্রাপথ স্বাভাবিকের চেয়ে শত শত কিলোমিটার বেড়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নেতানিয়াহুর রাষ্ট্রীয় বিমান ‘উইং অব জায়ন’ যাত্রা শুরু করে। ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিমানটি শুধুমাত্র গ্রিস ও ইতালির আকাশসীমা ব্যবহার করেছে। বাকি ইউরোপীয় দেশগুলোর আকাশ এড়িয়ে যাওয়ার কারণে যাত্রাপথটি অন্তত ৬০০ কিলোমিটার (৩৭২ মাইল) দীর্ঘ হয়েছে।
ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর খবর অনুসারে, নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেই কারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইসিসি’র সদস্যভুক্ত ইউরোপের অনেক দেশ আগে থেকেই জানিয়ে রেখেছে যে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তারা আইসিসি’র নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেফতার করতে বাধ্য থাকবে। এই প্রেক্ষাপটে তার বিমানটি স্পেনসহ একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে গেছে।
ফ্রান্সে প্রবেশের জন্য ইসরায়েল অনুমতি চাইলেও এবং ফরাসি কূটনীতিকরা অনুমতি দেওয়ার কথা বললেও, বিমানটি বাস্তবে ফরাসি আকাশসীমা ব্যবহার করেনি। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি অন্য রুট বেছে নিয়েছে, তবে এর কারণ তারা জানেন না।
নেতানিয়াহুর কার্যালয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এই সফরে সাংবাদিকদের না নেওয়ার কথা জানিয়েছিল। তবে আই২৪ নিউজ দাবি করেছে, দীর্ঘ রুটের কারণে বেশি জ্বালানি প্রয়োজন হবে, তাই বিমানে যাত্রীসংখ্যা কম রাখার কৌশল হিসেবে সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে।
এর আগেও নেতানিয়াহুর ফ্লাইটকে পরিবর্তিত রুট নিতে দেখা গেছে:
- ফেব্রুয়ারি: যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহুর ফ্লাইটকে বর্ধিত পথ বেছে নিতে হয়েছিল।
- মে: তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না পারায় তিনি আজারবাইজান সফর বাতিল করেন। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোয়ান, যিনি ইসরায়েলের কড়া সমালোচক, তিনি ‘উইং অব জায়ন’কে তুর্কি আকাশ ব্যবহার করতে দেননি।
মাত্র কয়েক দিন আগে ফ্রান্সসহ ১০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে তীব্র চাপ অনুভব করছেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল