মেমফিসে ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক

মাসুম, পারভেজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ন্যাশনাল গার্ড মোতায়েন সংক্রান্ত সব আইনি লড়াইয়ে তিনি জয়ের আশা করছেন। তাঁর ভাষায়, “আমরা মনে করি সব কেসেই জিতবো। আর এখন পর্যন্ত আমরা সবগুলোতেই জিতছি।”

সম্প্রতি টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সহিংস অপরাধ বেড়ে যাওয়ায় ট্রাম্প সেখানে ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘোষণায় রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, “মেমফিসকে নিরাপদ করতে যা করা প্রয়োজন, প্রেসিডেন্ট ট্রাম্প সেই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমানোর সাফল্যের পর এবার মেমফিসেও তিনি আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আমরা আশাবাদী।”

টেনেসির গভর্নর বিল লি শুরুতে ন্যাশনাল গার্ড পাঠানোর পক্ষে ছিলেন না। তবে চলতি সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ফেডারেল সরকারের সঙ্গে যৌথ পরিকল্পনায় মেমফিসে অপরাধ দমনে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “আমরা ইতোমধ্যেই উল্লেখযোগ্য বিনিয়োগ করেছি, তবে এখন সবকিছুই আলোচনার টেবিলে রয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড পাঠানো অনেকাংশেই প্রতীকী পদক্ষেপ, যা ট্রাম্পের রাজনৈতিক সমর্থকদের সন্তুষ্ট করার জন্য নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারির অধ্যাপক মার্ক শ্যানাহান বলেন, “যেসব শহরে ট্রাম্প ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন, সেগুলোতে এ উদ্যোগ স্বাভাবিকভাবে স্বাগত জানানো হবে না। আসল সমস্যা সমাধানের চেয়ে এটি অনেকটা রাজনৈতিক প্রদর্শনী।”

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মেমফিসে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে প্রায় ২,৫০০ সহিংস অপরাধ সংঘটিত হয়েছে, যা টেনেসির মধ্যে সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম খারাপ রেকর্ড। যদিও আগের বছরের তুলনায় সহিংস অপরাধ ১১ শতাংশ কমেছে, তবুও হারটি ২০১০ থেকে ২০২১ সালের গড়ের চেয়ে অনেক বেশি।

এখনও স্পষ্ট নয়, কবে ন্যাশনাল গার্ড আনুষ্ঠানিকভাবে মেমফিসে মোতায়েন হবে। কারণ, ওয়াশিংটন ডিসির বাইরে কোনো অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট সরাসরি ন্যাশনাল গার্ড পাঠাতে পারেন না, যদি না গভর্নর অনুমতি দেন বা বিশেষ পরিস্থিতি (বিদ্রোহ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি) তৈরি হয়।

ট্রাম্প অবশ্য দাবি করেছেন, মেমফিসের মেয়র পল ইয়ং ও গভর্নর বিল লি তাঁর সিদ্ধান্তে খুশি। শুক্রবার ফক্স নিউজকে তিনি বলেন, “মেমফিস বিপর্যস্ত অবস্থায় আছে। মেয়র খুশি, গভর্নরও খুশি। আমরা যেমন ওয়াশিংটন ঠিক করেছি, তেমনই মেমফিসকেও ঠিক করবো।”
সূত্র: newsweek

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *