কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পরিচালক রিপন মিয়া প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি প্যারোলে মুক্তি পান। দুপুরে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে বাবার জানাজায় অংশগ্রহণ করেন রিপন মিয়া।
এ সময় স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা উপস্থিত ছিলেন। তারা জানান, মানবিক কারণে রিপনের সাময়িক মুক্তি এবং বাবার শেষ বিদায়ে অংশগ্রহণকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
উল্লেখ্য, রিপন মিয়া চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনার দায়িত্বে আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।