মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি: ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক কাজী খলিলুর রহমান আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ২০ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী খলিলুর রহমান দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টিভি ও বাংলাদেশ বেতার–এর ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ছিলেন এবং সাংবাদিক কল্যাণ ও স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে ঝালকাঠি সাংবাদিক সমাজসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোকবার্তা জানিয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।