ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ১১১ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

অপরাধ

হারুন অর রশিদ দুদু, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৪ বস্তাভর্তি ১১১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাংটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ডাকাবর গ্রামের বাসিন্দা মো. ফারুক (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনের নির্দেশে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় মো. ফারুককে আটক করে তার কাছ থেকে ১১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।

এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *