গাইবান্ধা প্রতিনিধি: প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে ইন্টারনেট যেমন জীবনে সহজতা এনেছে, তেমনি এর অপব্যবহার তরুণ সমাজকে ঠেলে দিচ্ছে বিপদের দিকে। সাম্প্রতিক সময়ে দেশের হাজারো কিশোর-যুবক অনলাইন জুয়া ও ভার্চুয়াল ক্যাসিনোর প্রতি আসক্ত হয়ে পড়ছে। রাতারাতি ‘ধনী হওয়ার’ স্বপ্নে তারা জড়িয়ে পড়ছে প্রতারণার ফাঁদে, হারাচ্ছে সর্বস্ব—ভেঙে পড়ছে পরিবার।
অভিভাবকদের অভিযোগ, পড়াশোনার বদলে তরুণরা এখন সারাদিন মোবাইলে ব্যস্ত। অনলাইন গেমের আড়ালে লুকিয়ে থাকা এসব জুয়ায় তারা অভ্যস্ত হয়ে পড়ছে। ফলে হঠাৎ হঠাৎ বড় অঙ্কের টাকা খরচ, আত্মীয়-স্বজনের কাছে ধার, এমনকি চুরি ও প্রতারণার মতো অপরাধেও জড়িয়ে পড়ছে অনেকেই।
এটিবি ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ মাসুম পারভেজ বলেন,
> “অনলাইন জুয়া ও ক্যাসিনো আসক্তি একটি নীরব সামাজিক ব্যাধি। উঠতি বয়সের তরুণরা এই ফাঁদে পড়ে ধ্বংসের পথে যাচ্ছে। শুধু তরুণ নয়, অনেক বয়স্ক মানুষও এ আসক্তিতে জড়িয়ে পড়ছে, যার প্রভাব ভয়াবহ—পরিবার, শিক্ষা ও সামাজিক বন্ধন ভেঙে পড়ছে।”
তিনি আরও জানান, তাদের সংস্থা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে এবং অভিভাবকদের সহযোগিতা করছে সন্তানদের এই আসক্তি থেকে মুক্ত করতে।
বিশেষজ্ঞদের মতে, কেবল পারিবারিক সচেতনতা যথেষ্ট নয়। জরুরি ভিত্তিতে আইন করে এসব অনলাইন জুয়া ও ক্যাসিনোর সাইট বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারিভাবে স্কুল-কলেজ পর্যায়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালু করা প্রয়োজন।
অনলাইন জুয়া কোনো বিনোদন নয়—এটি এক ধরনের নেশা, যা ধীরে ধীরে সমাজের ভিত নষ্ট করছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে এগিয়ে আসতে হবে। এখনই পদক্ষেপ না নিলে বিপন্ন হয়ে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম।