নিউইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

সারাদেশ রাজনীতি

মশিউর রহমান নাদিম, কিশোরগঞ্জ: নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেন আখতারের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে, আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় হবেনা, ছাত্রলীগের আস্তানা, এই বাংলায় হবেনা।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *