৫ দিন পর ‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, খবর পেয়ে পূর্বাচল জামে মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা হাসপাতালে আসছেন।

মামুনের পরিবার অভিযোগ করে, গত রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

নিখোঁজের দিনই তার পরিবার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।

গত বুধবার রাতে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি সংবাদ সম্মেলন করে মামুনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। তার সন্ধান চেয়ে শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনও করেছিল তার পরিবার এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *