প্রথমবারের মতো জবিতে ছাত্রী সংস্থার আয়োজনে ‘মেহেদী উৎসব’ অনুষ্ঠিত 

ক্যাম্পাস

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘মেহেদী উৎসব’।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমন রুমে এ উৎসবটি চলে।

আয়োজন সম্পর্কে ছাত্রী সংস্থার প্রতিনিধি রেদওয়ানা খানম বলেন, “মেহেদী ইসলামি সংস্কৃতির অংশ এবং সুন্নাহ হিসেবেও গণ্য করা যায়। পড়াশোনা ও পরীক্ষার চাপের মাঝে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।”

এ দিকে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলছেন সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী উৎসব অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনেকে।

এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী লামিয়া খাতুন বলেন, “হাতে মেহেদী দিয়ে সত্যিই ভালো লাগছে। এ ধরনের আয়োজন হলে আমরা পড়াশোনার চাপ কিছুটা ভুলে যেতে পারি।”

ইসলামিক স্টাডিজ বিভাগের আরেক শিক্ষার্থী রহিমা আক্তার জানান, “অন্যান্য অনুষ্ঠানে পর্দানশীন শিক্ষার্থীরা অনেক সময় স্বস্তি পান না। কিন্তু এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হতে পেরেছেন।”

আয়োজনের বিষয়ে ছাত্রী সংস্থার আরেক প্রতিনিধি ফাবিহা আফিফা জানান, শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতে ছাত্রী সংস্থার এই আয়োজন। ছাত্রী সংস্থা এর আগে হিজাব বিতরণ, কুরআন বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো কার্যক্রম করেছে। খুব শিগগিরই সিরাত মাহফিলেরও আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *