২২ দিনে ২৫ হাজার ৫৫৯ কোটি টাকার রেমিট্যান্স

অর্থনীতি

ভোরের দূত ডেস্ক: চলতি সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৬ হাজার ৯৯৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের ৫ হাজার ৯০৬ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় বেশি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *