জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন শিক্ষাবর্ষ ২০২৪-২৫ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) শুরু হবে। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হল বরাদ্দ প্রকাশ করেছে। কিন্তু ছাত্র হলের একটি তালিকা ঘিরে প্রশ্ন উঠেছে।
প্রকাশিত তালিকায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১০ নং ছাত্র হলের ১৩৮ নম্বর রুমে তিন ছাত্রের সঙ্গে এক ছাত্রী—জুবাইদা নহরি যুথীর নামও যুক্ত হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে।
যদিও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নোটিশে উল্লেখ রয়েছে, যুথীর আসন আসলে বেগম খালেদা জিয়া হলে বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ ছাত্র হলের তালিকায় নাম চলে আসা ভুলবশত ঘটেছে।
১০ নং হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব এ বিষয়ে বলেন, “সম্ভবত এটি করণিক ত্রুটি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা জানান, ওয়েবসাইটে প্রকাশিত মূল বরাদ্দ তালিকায় কোনো ভুল নেই। তবে ছাত্র হল প্রশাসনের প্রকাশিত রুম বণ্টনের তালিকায় গরমিল হয়েছে।