সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। নিহতের নাম রুবেনা বেগম (২৭)। তিনি তিন সন্তানের জননী। আটক স্বামীর নাম আলী আহমদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আলী আহমদ ঘরে ঢুকে খাটে শুয়ে থাকা স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর আলী আহমদ নিজেকেও কোপাতে থাকেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আলী আহমদকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় আছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আলী আহমদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন।