মো: আমির হোসেন, জেলা প্রতিনিধি,শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জাজিরা থানা কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে উপজেলার কাজীরহাট বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত চাঁন মিয়া টেপা (৪০) মৃত ইসমাইল টেপা
ডুবিসায়বর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে
মাদক বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন জাজিরা থানা পুলিশের এসআই রামকৃষ্ণ ও এএসআই রুমান সিদ্দিক সহ কয়েকজন পুলিশ সদস্য অংশগ্রহন করে।এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম বলেন “মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে”।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।