বীরগঞ্জে মাদ্রাসা কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

সারাদেশ

বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ নূরুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিদ্যমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদেক।

লিখিত বক্তব্যে তিনি জানান, বর্তমানে ২৪ সদস্যের বৈধ কমিটি কার্যকর থাকলেও বিদ্যমান কমিটির ৩ নম্বর সহ-সভাপতি মো. আব্দুর রহিম প্রধান কাউকে অবগত না করে ৭ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করেছেন। এ সময় তিনি ঘটনাটিকে অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক বলে উল্লেখ করেন এবং অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

সাদিকুল ইসলাম অবিলম্বে ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বৈধ ২৪ সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত একটি অ্যাডহক কমিটি গঠনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, সদস্য মো. আব্দুল্লাহ, আলহাজ্ব মো. আ. আহাতসহ চলমান কমিটির কয়েকজন নেতা এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *