স্বচ্ছতা আনতে অনলাইনে হবে প্রকল্পের টেন্ডার, আগামী সপ্তাহেই গেজেট

জাতীয়

ভোরের দূত ডেস্ক: দুর্নীতি ও অস্বচ্ছতা দূর করতে সরকারের সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নতুন আইন আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এই নতুন আইন কার্যকর হলে রেল ও জ্বালানিসহ বিভিন্ন খাতে গুটি কয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে। তিনি বলেন, এখন থেকে যোগ্যতার ভিত্তিতেই কাজ দেওয়া হবে, কোনো ধরনের প্রভাব দেখে নয়। যেসব প্রতিষ্ঠান ঋণখেলাপি বা অনিয়মে জড়িত, তাদের দরপত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না।

পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে সরকার একটি ‘নীরব বিপ্লব’ ঘটিয়ে ফেলেছে। এর ফলে প্রকল্প পরিচালক হতে কর্মকর্তারা আগ্রহ দেখাচ্ছেন না।

তিনি আরও বলেন, এখন থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষিজমি অধিগ্রহণ করা হবে না, যদি সরকারের অব্যবহৃত খাস জমি থাকে। সরকারের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সারা দেশের খাস জমির পরিমাণ ও সেগুলোর দখলদারদের তথ্য সংগ্রহ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে।

উপদেষ্টা জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির কারণ খতিয়ে দেখতে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আর সহজ শর্তে ঋণ পাওয়া যাবে না। তাই ভালো প্রকল্পের জন্য এই শেষ সুযোগ কাজে লাগিয়ে সরকার যতটা সম্ভব সহজ শর্তে ঋণ নিতে চায়।

বুধবারের একনেক সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের তৃতীয় এবং অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *