মোঃ শফিকুল ইসলাম ভূঞা, মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজী ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আরও ৪ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করে।
আহতরা হলেন সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) আকাশ মোল্লা (২৫), সাবির মোল্লা (২২)। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক জানান, ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল মোল্লা বলেন গাজী গোষ্ঠীর লোকজন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের পুর্নবাসনের চেষ্টা করছে। এতে মোল্লা গোষ্ঠীর লোকজন এ বিরুধীতা করে আসছিল। ফলে আমাদের লোকজনের উপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। অপরদিকে গাজী গোষ্ঠীর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার গাজী বলেন, এ সময় আমি ঢাকায় অবস্থান করছিলাম।