নেত্রকোণায় বিএনপি’র ধলাই নদীর কচুরিপানা পরিষ্কার অভিযান

সারাদেশ

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণা পৌরশহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ধলাই নদীর প্রাণ ফিরিয়ে দিতে শুরু হয়েছে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রম।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি’র তরুণ নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ও নেত্রকোণা পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুচুরিপানায় ভরাট হয়ে নদীটি ব্যবহার অনুপযোগী ও নদীর পানি প্রবাহের গতি ব্যহত হয়ে পড়েছে।স্থানীয়রা জানান, ধলাই নদী থেকে কুচুরিপানা পরিষ্কার করায় নদী তার নিজের রুপ ফিরে পেয়েছে। এখন থেকে তারা স্বাচ্ছন্দ্যে নদীকে নানা কাজে ব্যবহার করতে পারবে।আব্দুল্লাহ আল মামুন খান রনির এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রনি খান নিজেও এ পরিস্কার অভিযানে অংশগ্রহণ করেন।পরিস্কার অভিযানে আব্দুল্লাহ আল মামুন খান রনির সাথে কথা বললে তিনি জানান, ধলাই নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এ কার্যক্রমের পাশাপাশি আমি সবসময় জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আর ‎সবুজ প্রকৃতি ও পরিষ্কার নদীর প্রত্যাশায় ও ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করবে বলে এ আমার বিশ্বাস। পরে স্থানীয় সরকারের উপ- পরিচালক ও পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদারের কাছে জানতে চাইলে তিনি জানান, সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নদীর প্রায় দেড় কিলোমিটার ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবারও জেলেদের মাছ ধরার উপযোগী হয়ে উঠবে। এসময় তিনি আব্দুল্লাহ আল মামুন খান রনির এ মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *