মাসুম পারভেজ, গাইবান্ধা: গাইবান্ধায় ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা। কর্মশালায় নবাগত প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
পুলিশ সুপার নবাগত প্রশিক্ষণার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন। তিনি একই সঙ্গে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে তাদের দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার) সি-সার্কেল জনাব এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালায় ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন।