মাসুম পারভেজ, ঢাকা: ১৫ সেপ্টেম্বর ২০২৫
কর্মসন্ধানী যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে নতুন অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ রাজধানীর পিকেএসএফ প্রধান কার্যালয়ে SICIP (Skills for Industry Competitiveness and Innovation Programme) প্রকল্পের আওতায় এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে পিকেএসএফ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও চিফ কো-অর্ডিনেটর জনাব মোঃ জিয়াউদ্দিন ইকবাল এবং GUK-এর নির্বাহী প্রধান জনাব এম. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে কর্মসন্ধানী তরুণ-তরুণীদের ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং, বেকারি ও পেস্ট্রি প্রডাকশন বিষয়ে আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি, প্রশিক্ষণপ্রাপ্তদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগও নিশ্চিত করবে GUK।
এই অংশীদারত্ব দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে স্থানীয় ও বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।