শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোণা: তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক কর্তৃক নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ফেসটিভাল অব ইয়থ ২০২৫’।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর হলরুমে আইএফআইসি ব্যাংক নেত্রকোণা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইএফআইসি ব্যাংক নেত্রকোণা শাখা ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ সাখারিয়ার সভাপতিত্বে ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠন, আর্থিক পরিকল্পনা ও তার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও কৌশল, ব্যাংকিং খাত, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।