দুর্গাপূজা উপলক্ষে বাজারে ক্রেতা বাড়লেও বিক্রির গতি কম

অর্থনীতি ধর্ম

রাজশাহী  প্রতিনিধি: বাঘা উপজেলা ও রাজশাহী‑সহ পার্শবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পুরো জোরে চলছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বাঘা বাজারের নতুন জামাকাপড়, সাজ‑সজ্জা, গয়না, গৃহ সজ্জার সামগ্রীসহ বিশেষ পোশাক কেনার তাড়া দেখা যাচ্ছে। দোকানগুলোতে সকাল‑বিকেলে ক্রেতাদের ভিড় বাড়ছে, সব বয়সের মানুষের মধ্যে উৎসবের আনন্দ স্পষ্ট। পরিবারের সবাই যেন নিজ‑নিজ পছন্দ মেটাতে দোকান ঘুরছেন।

তবে বিক্রেতারা বলছেন, ক্রেতার সংখ্যা বাড়লেও বিক্রির পরিমাণ আগের মতো তেমন জোরালো নয়। দাম বাড়ার কারণে অনেকেই পণ্য দেখে রেখে দিচ্ছেন, শেষ মুহূর্তে অর্ডার করতে যাচ্ছেন এমন অভিমত শোনা যাচ্ছে। অনলাইন বাজারে প্রচুর বিক্রেতা উপস্থিতি বাড়িয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার গ্রুপগুলোর মাধ্যমেই পোশাক অর্ডার বাড়ছে। কাজেই অনেকেই দোকানে গিয়ে পছন্দ দেখছেন, তারপর অনলাইনে অর্ডার দিচ্ছেন।

বাঘা উপজেলা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা বলেন, সামনে শারদীয় দূর্গাপুজা। সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজার প্রস্তুতি চলছে জোরশোরে। বিশেষ করে নতুন জামাকাপড় কেনা নিয়ে রয়েছে সবার মাঝেই আলাদা উন্মাদনা। তাই সকাল-বিকেল মার্কেট গুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের। মা, বাবা, ভাই-বোন, ছেলে-মেয়ে এবং আবাল-বৃদ্ধ বনিতা সবাই নিজের পছন্দের পোশাক খুঁজে নিচ্ছে। ছোটদের মধ্যে উৎসাহ আরও বেশি।

মেয়েদের মধ্যে শাড়ি, থ্রি‑পিস ও গয়নার চাহিদা বেশি, ছেলেদের মধ্যে পাঞ্জাবি‑পায়জামা‑শার্ট‑স্যান্ডেলের জনপ্রিয়তা। বাচ্চাদের থলে‑থলে রঙ‑চঙে পোশাকের প্রতি আকর্ষণ বেশি, তাই মা‑বাবারা তাদের পছন্দের অনুসন্ধানে বেশ ব্যস্ত।

বিক্রেতারা বলছেন, আগামী কয়েকদিনে কেনাকাটার ধারা আরও বাড়বে, বিশেষ করে উৎসবের আগের দিনে। তবে তাদের একই সঙ্গে প্রত্যাশা, দামের স্থিতাবস্থা বজায় থাকলে আরও বেশি বিক্রি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *