বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখের বেশি সদস্য সর্বদা প্রস্তুত রয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা রেঞ্জ পরিদর্শনের পর তিনি এই কথা বলেন।
মহাপরিচালক জানান, বাহিনীর মূল লক্ষ্য কেবল নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং দেশের মাটি ও মানুষের সেবায় ৬০ লক্ষাধিক ভিডিপি সদস্যকে গুণগতভাবে কাজে লাগানো। তিনি বাহিনীর সদস্যদের আরও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, আত্মনির্ভরশীলতা ও আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, বাহিনীর নবগৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’ প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। তিনি আরও বলেন, দুর্যোগ বা যেকোনো জাতীয় সংকটে এই বাহিনী সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।
বাহিনীর শৃঙ্খলার উন্নয়নে বেশ কিছু সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, আনসার বাহিনী এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের রেশন ভাতা বৃদ্ধি অন্যতম। তিনি আশা প্রকাশ করেন, সদস্যদের আস্থা অর্জন ভবিষ্যতে আরও কল্যাণকর পদক্ষেপ গ্রহণের পথ সুগম করবে।