মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই দিঘিপাড়া এলাকা থেকে অপহরণ মামলার মূল আসামী ওমর ফারুক (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে আসামীসহ একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৪ জুলাই কুষ্টিয়া জেলার মিরপুর থানায় ভিকটিমের মা নারগিচ খাতুন নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ মামলা করেন।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক।
সূত্র যায়, চলতি বছরের ২৬ জুন সকালে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ ডিগ্রী কলেজের এক ছাত্রী কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর মধ্যে হারুমোড় এলাকায় পৌঁছালে ফারুকসহ আরও কয়েকজন মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা নারগিচ খাতুন বাদী হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক জানান, তদন্তে জানা যায় আসামী ফারুক ও ভিকটিম জয়পুরহাট এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
অপহৃত ভিকটিমকে মিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।