মোঃ আমির হোসেন, শরীয়তপুর:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন পরিষদে ডাচ বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকদের রেমিটেন্স,এজেন্ট ব্যাংকিং সুবিধা,পিনের মাধ্যমে টাকা দেওয়া সহ বিভিন্ন সুবিধাসমুহ নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিংয়ের ফরিদপুর রিজিওনাল ম্যানাজার কাজী শফিকুল ইসলাম। তিনি বলেন”প্রান্তিক অঞ্চলের মানুষের সবচেয়ে নিরাপদ ব্যাংকিং হলো এজেন্ট ব্যাংকিং একাউন্ট তাই সকলের সার্ভিস নিশ্চিত করাই হলো ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট”।
এছাড়া মোবাইল ব্যাংকিং রকেটের ফরিদপুর রিজিওনাল ম্যানাজার শাহ আবু ইমরোজ সোয়েব এবং শরীয়তপুর ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানাজার শেখ লিমন আলী, শরীয়তপুর এবি অফিসের কমপ্লায়েন্স অফিসার অসীম কুমার দাশ, সকল সেলস ম্যানাজারগন এছাড়া শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সকল আউটলেট প্রোপাইটার এবং গ্রাহকগন উপস্থিত ছিলেন।