ভোরের দূত ডেস্ক: আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় বিসিএস (পুলিশ) ৪১তম ও ৪৩তম ব্যাচের এএসপি প্রবেশনারগণের সিএমপিতে আগমন উপলক্ষে চট্টগ্রাম সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় সিএমপির পক্ষ থেকে আগত এএসপি প্রবেশনারগণকে ফুল দিয়ে বরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়।
সভাপতির বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মোঃ রইছ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিএমপির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগত এএসপি প্রবেশনারগণকে অবহিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ
আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।