ডাকসু নির্বাচন: ৫ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা

ক্যাম্পাস

ভোরের দূত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৩টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।

অন্যান্য পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা

২৮টি পদের মধ্যে বাকি পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন:

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (৭,৬০৮ ভোট)
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (৭,৭৮২ ভোট)
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (১১,৭০৮ ভোট)
  • সদস্য পদে: হেমা চাকমা এবং উম্মু উসউয়াতুন রাফিয়া।

এবারের ডাকসু নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ছিলেন, যার মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *