নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের (উইকেন্ড) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক জমকালো পুনর্মিলনী ও অ্যালামনাই মিলনমেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক অলি উল্লাহ।
অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন বলেন, “ডেভেলপমেন্ট স্টাডিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যা উন্নয়ন পরিকল্পনা, নীতি প্রণয়ন ও সামাজিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের অ্যালামনাই মিলনমেলা শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে আজীবন সম্পর্ক বজায় রাখতে উৎসাহ দেয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নাজমুল হাসান, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, গাজী আরাফাত উজ জামান মার্কনি এবং তানজিল আহমেদ সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
অতিথিরা তাদের বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থীরা সমাজের উন্নয়নে গবেষণা, নীতি বিশ্লেষণ এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরিতে অবদান রাখবে, এটাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমডিএস প্রোগ্রামের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার্জন ও পেশাগত অভিজ্ঞতা উপস্থাপন করেন, উন্নয়ন খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।