সন্নিবেশ:বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগোচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। রবিবার রাতে কোনিয়ায় তুরস্ককে একেবারে উড়িয়ে দিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ৬-০ গোলের বিশাল জয়ে দুই ম্যাচে দুই জয় তুলে নিল লা রোহা।
ম্যাচের শুরু থেকেই তুর্কি দর্শকদের হট্টগোল থামিয়ে মাঠে নিজেদের আধিপত্য বসায় স্পেন। মাত্র ছয় মিনিটেই জালের দেখা পান পেদ্রি। নিকো উইলিয়ামসের পাস থেকে ২৫ গজ দূরে বল পেয়ে চ্যালহানোগলুকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন বার্সেলোনা তারকা।
২২ মিনিটে স্পেন বাড়ায় লিড। টিকি-টাকা ধাঁচে এক টানা পাসে তৈরি হয় গোল। ডিফেন্স সামলানোর আগেই বল জালে জড়ান মিকেল মেরিনো। তবে প্রথমার্ধে স্পেনের একমাত্র দুঃসংবাদ ছিল নিকো উইলিয়ামসের চোটে মাঠ ছাড়া। কিন্তু তার আগেই বিরতিতে যাওয়ার ঠিক আগে আর্সেনাল মিডফিল্ডার মেরিনো করেন নিজের দ্বিতীয় গোল।
বিরতির পরও স্পেনের দাপট কমেনি। ৫২ মিনিটে কর্নার থেকে কাউন্টার আক্রমণে ফেরান তোরেসের গোলে ব্যবধান বাড়ে। পাঁচ মিনিট পর লামিনে ইয়ামালের অ্যাসিস্ট থেকে ত্রিশ গজ দূর থেকে দুর্দান্ত শটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন মেরিনো।৬১ মিনিটে ওয়ারিয়াজাবালের পাসে স্পেনের ষষ্ঠ গোলটি করেন পেদ্রি। এরপর কোচ দে লা ফুয়েন্তে বেশ কয়েকটি পরিবর্তন করেন। শেষার্ধটা তাই আর নিরুত্তাপভাবেই কেটে যায়।
হ্যাটট্রিক নায়ক মেরিনো, ডাবল গোল করা পেদ্রি আর তরুণ ইয়ামালের দারুণ পারফরম্যান্সে স্পেন শুধু জয় নয়, তাদের সোনালি প্রজন্মের স্মৃতি ফিরিয়ে দিল আরেকবার।