সন্দ্বীপে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরুস্কার বিতরণ 

খেলাধুলা

সন্দ্বীপ (চট্টগ্রাম)  প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোমবার ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি ছিলেন ইউএনও মংচিংনু মারমা। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান, এলজিইডি কর্মকর্তা আব্দুল আলীম, মগধরা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, শিক্ষক আনোয়ারুল কবির, দিদারুল আলম ও আকতার হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন  ইলিয়াছ সুমন, সমকাল প্রতিনিধি,  সাজিদ মোহনসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সোহেল রানা।
সাঁতার ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *