হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, ঘাগড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয় ও পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
এসময় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। গাছের চারা বিতরণকালে ইউএনও বলেন, “সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচতে পারব।”