আবু সালেহ মোঃ হামিদুল্লাহ কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উলামা বিভাগের আয়োজনে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নুরী। সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক। পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, প্রিন্সিপাল ফেকামারা কামিল মাদ্রাসার মাওলানা আবুল কাশেম বিপ্লব এবং উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।