মোসাঃ তানজিলা: “চিনিনা পথ হারিয়েছি ঠিকানা, ফিরে পেতে চাই আমার নীড়ের আঙ্গিনা”—এই স্লোগান নিয়ে কাজ করছে আমার ঠিকানা বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন। পথ হারানো ও বেওয়ারিশ মানুষদের পরিবারে ফিরিয়ে দিতে যে উদ্যোগ নিয়েছেন মোঃ মাসুম পারভেজ, সেটি এখন দেশে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
২০২০ সালে ব্যক্তিগত উদ্যোগে শুরু হয় এই কার্যক্রম। তখন তিনি অনুসন্ধানী সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন মানসিক প্রতিবন্ধী, বোবা, শিশু কিংবা বয়স্ক মানুষকে খুঁজে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেন। খুব সাধারণ সূত্র থেকেও পরিবারকে খুঁজে বের করার এক ধরনের দক্ষতা তিনি অর্জন করেছিলেন।
এর ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে পরিকল্পিতভাবে শুরু হয় “আমার ঠিকানা” প্রোগ্রাম। এরপর থেকে শতাধিক পথ হারানো মানুষ তাদের পরিবারের কাছে ফিরতে পেরেছেন। কখনও তারা ছিলেন রাস্তায় ঘুরে বেড়ানো বয়স্ক নারী-পুরুষ, কখনও বা ছোট শিশু। আবার অনেকের মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয় জানাতে না পারলেও সংস্থার উদ্যোগে তারা নিরাপদ ঠিকানায় ফিরে যেতে সক্ষম হয়েছেন।
সংস্থার কাজ শুধু পথ হারানো মানুষদের পুনর্মিলনেই সীমাবদ্ধ নয়। সমাজে বিভিন্ন ধরনের সচেতনতা তৈরি করাও তাদের অন্যতম লক্ষ্য। শিক্ষামূলক কার্যক্রম, নৈতিকতা রক্ষায় আলোচনা, মাদকবিরোধী প্রচারণা—সবকিছু মিলিয়ে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট।
তাদের কার্যক্রমের তালিকায় রয়েছে আরও অনেক কিছু। বিনামূল্যে রক্তদান, মেডিক্যাল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ, এমনকি বিভিন্ন ট্রেডে যুব ও নারীদের কর্মমুখী প্রশিক্ষণ। এসব উদ্যোগ সমাজের বহু মানুষের উপকারে এসেছে।
সংস্থাটি এখনো কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা পাচ্ছে না। সমস্ত কাজ চলছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে। তবুও মানবতার সেবায় এই প্রচেষ্টা থেমে নেই। বরং দিন দিন কাজের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।
মোঃ মাসুম পারভেজ বলেন, “মানবসেবা ছাড়া জীবনের আর কোনো লক্ষ্য আমার নেই। দোয়া করি, যেন শেষ রক্তবিন্দু পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে পারি।” তাঁর দৃঢ় মনোবল এবং আত্মত্যাগই সংস্থাটিকে টিকিয়ে রেখেছে।
অন্যদিকে স্থানীয় মানুষজনও এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সমাজে এমন মানবিক উদ্যোগ খুবই প্রয়োজন। অনেক ক্ষেত্রেই পরিবারের হারানো সদস্যকে খুঁজে পেতে “আমার ঠিকানা বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই উদ্যোগ কেবল মানুষকে তার পরিবারে ফিরিয়ে দিচ্ছে না, বরং সমাজে একটি আশার আলো জ্বালাচ্ছে। কারণ প্রতিটি মানুষই তার প্রিয়জনের কাছে ফিরে যেতে চায়, আর সেই পথটাই তৈরি করছে এই সংস্থা।
আপনার আশেপাশে যদি কোনো পথ হারানো বা বেওয়ারিশ মানুষ দেখতে পান, তবে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নম্বর: 01304608061(হোয়াটসঅ্যাপস)।