ভোরের দূত ডেস্কঃ গত ৫ই সেপ্টেম্বর রোজ শুক্রবার শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ এর স্বরণে বিনামূল্যে ২য় ধাপে কম্পিউটার শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে আধ্যাত্মিক জগতের শিরমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ স্বরণে ভার্চ্যুয়াল কম্পিউটার শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।এতে আমেরিকা হতে আশীর্বাদক হিসেবে যুক্ত ছিলেন শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ এর সভাপতি বাবু দেবাশীষ পালিত।
কম্পিউটার শিক্ষা কার্যক্রম পরিচালনা পর্ষদের প্রধান ও প্রশিক্ষক রকি বিশ্বাসের সভাপতিত্বে অর্ণব দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সচিব ও আন্তর্জাতিক সমন্বয়ক লিপটন দেবনাথ লিপু, বক্তব্য রাখেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ ওমান শাখার সাধারণ সম্পাদক সমীরণ কুমার দাশ প্রমুখ।
দেবাশীষ পালিত বলেন, ঋষিধামের সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভার্চ্যুয়ালি উক্ত কম্পিউটার শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা মূলক বিশ্বে কম্পিউটার শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিহার্য।
শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ বলেন, বিনামূল্যে কম্পিউটার শিক্ষা কার্যক্রম ভক্তদের কল্যাণ বয়ে আনবে, সকলে কর্মজীবনে দক্ষ হওয়ার জন্য এই শিক্ষা গ্রহণ করা উচিত। আমি এই কর্মযজ্ঞের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ বলেন, উন্নত বিশ্বে কম্পিউটার শিক্ষার বিকল্প কিছু নেই,কম্পিউটার শিক্ষা সকলে নেওয়া উচিত। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।