সাত রাজনৈতিক দল ও হেফাজতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতীয়

স্টাফ রিপোর্টার: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাতটি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট। এছাড়া ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশও আলোচনায় অংশ নিচ্ছে।

এর আগে গত রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে সমসাময়িক রাজনীতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করছেন। রাজনৈতিক সংকট নিরসন এবং নির্বাচনকালীন সম্ভাব্য রূপরেখা নিয়েই এসব আলোচনা চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *