জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে : ড. আসিফ নজরুল

জাতীয়

স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এবং এ বিচার কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে গতি আনতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে।” এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কারকাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। এরই মধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *