সওজের উচ্ছেদ অভিযানে গণপিটুনির শিকার সার্ভেয়ার, ক্ষুদ্র ব্যবসায়ীদের বৈষম্যের অভিযোগ

সারাদেশ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ার রবিউল আলমকে স্থানীয়রা গণপিটুনির শিকার করেছেন। এ সময় আহত হন আরও এক কর্মী।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে সওজের প্রকৌশলী খন্দকার শরিফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা, শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ কর্মীরা অংশ নেন।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানে বৈষম্য করা হয়েছে। তাদের দাবি, আলফাতুন্নেছা নামের এক নারী সওজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে নিজের বহুতল ভবন রক্ষা করেছেন, অথচ ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। তবে সওজ বিভাগ এ অভিযোগ অস্বীকার করেছে।

অভিযান চলাকালে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সার্ভেয়ার রবিউল আলম ও তার সহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে জনতা তাদের ঘেরাও করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী সাধারণ মানুষ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বৈষম্যের অভিযোগ দূর করতে আলফাতুন্নেছার তিনতলা ভবনের একাংশ ভেঙে দেন। এতে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

তিনি বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব উচ্ছেদে ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অভিযানের সময় হামলার ঘটনা দুঃখজনক। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *