নওগাঁ প্রতিনিধি: ‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হওয়া বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, জুন-২০২৫ পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই করে ৪৭০ জন প্রার্থীর মধ্যে ৭৩ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৩ জন মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩৬ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
ফলাফল ঘোষণার পর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে তারা এই চাকরি পেয়েছেন, তা যেন আশেপাশের মানুষের মাঝে প্রচার করা হয়। এর ফলে কোনো ব্যক্তি তার সন্তানের জন্য পুলিশের চাকরি পেতে দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হবে না। তিনি আশা প্রকাশ করেন, এই সচেতনতা বাড়লে দালালদের দৌরাত্ম্য কমে যাবে এবং মেধাবী ও যোগ্য প্রার্থীরা সহজে নিজ যোগ্যতায় পুলিশে যোগ দিয়ে দেশের সেবা করতে পারবে।
পুলিশ সুপার জানান, নওগাঁতে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ নিয়োগের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।