‘তরুণদের স্বপ্ন ১৪ মাসে দুঃস্বপ্নে পরিণত হয়েছে’ – সাইফুল হক

রাজনীতি সারাদেশ

ভোরের দূত ডেস্ক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন যে, বাংলাদেশের তরুণদের স্বপ্ন গত ১৪ মাসে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি আয়োজিত যুব কনভেনশনে তিনি এই মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, সমাজের সব স্তরের মানুষ এবং রাজনৈতিক দলগুলোর লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমেছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছে। তবে বর্তমানে সরকারের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন চেহারার রাজনৈতিক দল তরুণদের ‘দুর্বৃত্তায়নে ব্যবহার’ করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও সরকার তাদের মর্যাদা ও অধিকার দেয়নি।

যথা সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক সতর্ক করেন, ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হবে। এর ফলে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়বে এবং ‘তৃতীয় পক্ষ’ এই নৈরাজ্যের সুযোগ নেবে।

তিনি রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে সরকারের একের পর এক বিদেশ সফরকে বিলাসিতা বলেও সমালোচনা করেন। এছাড়াও, তিনি বলেন, গুপ্ত হামলা ও আক্রমণের মাধ্যমে আওয়ামী লীগ বারবার তাদের ফ্যাসিবাদী চেহারাই দেখাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *