মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারের পাশে রাস্তার ধারে এক সিঙ্গারা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের নাম জামাল (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে কালিবাড়ি বাজারে সিঙ্গারা-পুরি বিক্রি করতেন। হঠাৎ করে তার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাজৈর থানা পুলিশ জানায়, মরদেহ থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।