কৃষিজমি ও বসতি রক্ষায় কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধের দাবি জোরালো

সারাদেশ

তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে জোয়ারের অস্বাভাবিক প্লাবনে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠক করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।

রবিবার দুপুর সাড়ে ১২টায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী (দক্ষিণাঞ্চল) বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

বাপাউবোর নির্বাহী প্রকৌশলী (পুর) নাসরিন ইসলাম মুক্তি এবং সহকারী পরিচালক (প্রশাসন) মো. ফজলুর রহমান রাজীব ভুক্তভোগীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, কৃষক মো. মোশারফ হাওলাদার, মো. নূর ইসলাম, সোহেল মোল্লা, মো. আমিরুল হাওলাদার, মো. বেল্লাল, মরিয়ম জাহান মৌরি, মোসাঃ সোমা এবং গণগবেষক মোসাঃ হালিমা আয়শা প্রমুখ।

এছাড়া বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী এবং সদস্য মো. আখতারুল কবির আলোচনায় অংশ নেন।

ক্ষতিগ্রস্তরা বৈঠকে জানান, “আমরা কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের প্রায় ২৫০টি দরিদ্র পরিবার ৪০ বছরেরও বেশি সময় ধরে এ এলাকায় বসবাস করছি। জোয়ারের পানিতে বারবার ভেসে যাচ্ছি। আমাদের টিকে থাকার জন্য এবং কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ অত্যন্ত জরুরি।”

নির্বাহী প্রকৌশলী ভুক্তভোগীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, তিনি এ বিষয়ে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। পাশাপাশি নাগরিক আবেদনের তালিকায় পশ্চিম লোন্দা গ্রামের বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *