বাংলাদেশ সফরে নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান

জাতীয়

ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি আজ রবিবার নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসু মতবিনিময় হয়। উভয়পক্ষই বাংলাদেশ ও মালদ্বীপের সশস্ত্র বাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে নৌবাহিনী সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল এবং মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মেজর জেনারেল ইব্রাহিম হিলমি ঢাকার শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *