নবীনগরে টেঁটা-বল্লমের ভাণ্ডারসহ যুবক পুলিশের হাতে ধরা

অপরাধ

এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক। তার সঙ্গে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এসময় ওই এলাকার আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০টি বল্লম, টেঁটা এবং ২টি রানদা উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *